মেসির জন্য ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে শীর্ষ তিন ফুটবলার দিতে রাজি ম্যান সিটি

প্রকাশিত: 28/08/2020

নিজস্ব প্রতিবেদন :

মেসির জন্য ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে শীর্ষ তিন ফুটবলার দিতে রাজি ম্যান সিটি

লিওনেল মেসিকে দলে ভিড়াতে নগদ ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে দলের শীর্ষ তিন ফুটবলারকে দিতে রাজি ম্যানচেস্টার সিটি। খবর স্প্যানিশ জনপ্রিয় সংবাদমাধ্যম স্পোর্ত-এর। 

লিওনেল মেসির বিনিময়ে নগদ ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে তিন ফুটবলার বারনার্দো সিলভা, এরিক গার্সিয়া ও গ্যাব্রিয়েল জেসুসকে দিতে চাইছে ইংলিশ ক্লাবটি।

গত বুধবার ফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনাকে লিওনেল মেসি জানিয়ে দেন, কাতালান ক্লাবে তিনি আর থাকছেন না।  এরপর থেকেই তোলপাড় ফুটবল বিশ্বে। মেসিকে দলে ভেড়াতে তোড়জোড় করছে ইউরোপের শীর্ষ চার ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), ইন্টার মিলান। তবে সংবাদমাধ্যমের ধারণা, সাবেক গুরু পেপ গার্দিওলার কারণে মেসির ম্যান সিটিতে যাওয়ার সম্ভাববনাই বেশি।

সিটিতে তিন মৌসুমে ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ১৫২ ম্যাচে করেছেন ৬৮ গোল। ২০১৭ সালে সিটিতে যোগ দেন বারনার্দো সিলভাও। সিটির জার্সি গায়ে ১৫৫ ম্যাচে ৩০ গোল রয়েছে পর্তুগিজ মিডফিল্ডারের ঝুলিতে।

আরও পড়ুন

×