পাবজিসহ ১১৮ চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত

প্রকাশিত: 02/09/2020

নিজস্ব প্রতিবেদন:

পাবজিসহ ১১৮ চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত

জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজিসহ চীনার শতাধিক অ্যাপ নিষিদ্ধ করল ভারতের নরেন্দ্র মোদি সরকার। মোট ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ভারতের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়, এসব অ্যাপ ভারতের সার্বভৌমত্বের পরিপন্থী। তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে ৪৭টি এবং তার আগে ৫৯টি চীনা অ্যাপ ভারত নিষিদ্ধ করে। তখন থেকেই ভারতের নজরে ছিল জনপ্রিয় অ্যাপ পাপজিকে নিষিদ্ধ করা। এ পর্যন্ত ভারত টিকটক, উইচ্যাট ও ইউসি ব্রাউডারসহ ২২৪ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। বিশেজ্ঞরা মনে করেন, ভারতের এসব সিদ্ধান্তের ফলে অনেক ক্ষতিগ্রস্থ হবে চীন।

আরও পড়ুন

×