দুই বিচারপতির শপথ

প্রকাশিত: 03/09/2020

নিজস্ব প্রতিবেদন:

দুই বিচারপতির শপথ

সুপ্রীম কোর্টের আপীল বিভাগে নিয়োগপ্রাপ্ত নতুন দুই বিচারপতি শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান।

 

বৃহস্পতিবার বিকালে সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। বিচারপতিগণ হলেন- বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ দুই বিচারপতির নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। 

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত দু'জন বিচারককে তাদের শপথের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

আরও পড়ুন

×