প্রকাশিত: 11/10/2020
আইপিএলের ১৩তম আসরে চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারছেন না। প্রথম ম্যাচ জয়ে শুভসূচনা করলেও এর পর থেকে হেরেই চলেছে দলটি।
টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যানদের ধীরগতির ব্যাটিংয়ের কারণেই চেন্নাই হারছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। ধোনির দলের মূল সমস্যা নাকি এটিই।
আর সেই ধারাবাহিক সমস্যায় শনিবার দুবাইয়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে হারল চেন্নাই। এদিন ৩৭ রানের সহজ জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। কোহলির কাছে হেরে গেলেন ধোনি। টস জিতে ব্যাট করতে নেমে মন্থরগতিতে রান তুলতে থাকেন ব্যাঙ্গালুরুর ওপেনাররাও। চেন্নাইয়ের বোলারদের সমীহ দেখাতে গিয়ে বেশ চাপেই পড়ে যায় দলটি। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তোলে ব্যাঙ্গালুরু। এর পর উইকেটে এসে রানের চাকায় গতি দেন অধিনায়ক বিরাট কোহলি।
এতক্ষণ বাঘের ন্যায় গর্জন দেয়া চেন্নাইয়ের বোলাররা যেন বেড়ালে রূপ নেয়। ৫২ বলে ৪ বাউন্ডারি ৪ ছক্কায় ৯০ রানের ঝড়ো ইনিংস খেলেন কোহলি। শেষ ১০ ওভারে শিভাম দুবেকে নিয়ে ১০৪ রান যোগ করেন কোহলি। দুবে করেন ১৪ বলে ২২ রান।
৪ উইকেটে ১৬৯ রানের একটি লড়াকু পুঁজি নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কোহলি। চেন্নাইয়ের শার্দুল ঠাকুর ৪ ওভারে ২ উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার আর স্যাম কারান।
১৭০ রানের টার্গেটে নেমে সেই ধীরগতিতে রান নেয়ার বৃত্তে আটকা পড়েন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। ১০০ পূরণ করতেই ১৬ ওভার শেষ করে ফেলেন ব্যাটসম্যানরা। এরই মধ্যে ৪ উইকেট শেষ।
১৬তম ওভারে ৬ বলে মাত্র ১০ রান করে যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে কুপোকাত হন অধিনায়ক ধোনি। ধোনির মতো বরাবরই ব্যর্থ হয়েছেন ওয়াটসন। ব্যক্তিগত ১৪ রানের মাথায় ওয়াশিংটন সুন্দরের বলে ক্লিন বোল্ড হন তিনি।
ফাফ ডুপ্লেসিসকেও মাত্র ৮ রানে ফেরান ওয়াশিংটন সুন্দর। তিন নম্বরে নামা আম্বাতি রাইডুর ৪০ বলে ৪২ রানের ইনিংসটি ছাড়া উল্লেখযোগ্য আর কোনো ইনিংস দাঁড় করাতে পারেননি চেন্নাইয়ের ব্যাটসম্যানরা।
স্যাম কারান (০), জাদেজা (৭), ব্রাভো (৭) আউট হন। এই তিনজনই ক্রিস মরিসের বলে ধরাশায়ী হন। ৮ উইকেটে ১৩২ রানেই গুটিয়ে যায় চেন্নাইয়ের ইনিংস।
ফল ৩৭ রানের সহজ জয় নিয়ে খেলা শেষ করে ব্যাঙ্গালুরু।