প্রতিটি মানুষকে সত্যটি জানা উচিত: ফুটবল তারকা ওজিল

প্রকাশিত: 15/10/2020

অনলাইন ডেস্ক:

প্রতিটি মানুষকে সত্যটি জানা উচিত: ফুটবল তারকা ওজিল

নাগারনো-কারাবাখ প্রসঙ্গে জার্মানির ৩১ বছর বয়সী ফুটবল তারকা মেসুত ওজিল বলেছেন, বিশ্বের প্রত্যেককে এই সত্যটি জানা উচিত যে, নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের অংশ হিসেবে আইনত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তবুও এটি বর্তমানে অবৈধভাবে দখল করা হয়েছে।

তিনি বলেন, ২০০৮ সালের মার্চে জাতিসংঘের সাধারণ পরিষদে আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার এবং সব আর্মেনিয়ান বাহিনী প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাব গৃহীত হয়।

২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়।

এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দিসহ অন্যান্য বন্দি বিনিময় ও মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়।

১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনে অভিযুক্ত করে।

আরও পড়ুন

×