বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

প্রকাশিত: 13/10/2019

 বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। (১৩ অক্টোবর) রবিবার বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা। আদালত পরিচালনাকালে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও বিশ্বনাথ এস আই দেবাশীষ শর্মার নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন। বিশ্বনাথ উপজেলা সদর পুরান বাজার ও উপজেলার পীরের বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, সিগারেটের বিজ্ঞাপন প্রচার করা, রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারনে শিপা এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, শাহিন পান ভান্ডারকে ৫শত টাকা, পীরের বাজারের মঞ্জিল সুইটমিটকে ২৫শত টাকা জরিমানা করা হয়। এসময় বাজারে পেয়াজের মূল্য স্থিতিশীল রাখা এবং পাইকারী বাজারদরের সাথে পেয়াজের মূল্যের সামঞ্জস্য রেখে বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হয়।

 
 

আরও পড়ুন

×