৯ জনের মৃত্যুদণ্ড 

প্রকাশিত: 14/10/2019

নিজেস্ব প্রতিবেদন

৯ জনের মৃত্যুদণ্ড 

৯ জনের মৃত্যুদণ্ড 

২০১৩ সালের ১ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকার জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয় । এলাকয় বিভক্তির ঘটনার প্রতিবাদের জন্য তাকে নির্মম ভাবে হত্যা করা হয় । এমনকি ২০১৫ সাল বিচারের জন্য মামলাটি কুমিল্লার আদালত থেকে চট্রগ্রাম আদালতে এর রাই দেন । এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী ও নিহতের বাবা ফজর আলী বলেন, উচ্চ আদালতে যেন এ রায়টি বহাল থাকে। আর জাহাঙ্গীর আলমকে হত্যার মামলার রায়ে ৯ জনকে মৃত্যু দণ্ড দিয়েছেন আদালত ।কই মামলার রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আবদুল হালিম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. সজীব, মো. শাওন, মো. হারুন, আবু তাহের, মো. রাজীব, মো. রুবু, মমিন, মোহসিন ও মো. আমিন। আসামিদের মধ্যে নয়জন আদালতে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×