আবরারকে মারপিট করে শিবির সন্দেহে

প্রকাশিত: 14/10/2019

নিজেস্ব প্রতিবেদন

আবরারকে মারপিট করে শিবির সন্দেহে

আবরারকে মারপিট করে শিবির সন্দেহে

আবরার ফাহাদের হত্যাকাণ্ডের তদন্ত শেষে ঢাকা মহানগর পুলিশের ( ভিএমপি) অতিরিক্ত কমিশনার মো.মনিরুল ইসলাম বলেছেন যে নভেম্বরের শুরুতে আদালত অভিযোগপত্র দাখিল করবে । আরও বলেন গ্রেফতারের মধ্যে চারজনের আদালত দেওয়া জবানবন্দিতে বলেন , তারা আবরারকে শিবিরের লোক মনে করে পিটিয়ে ছিলেন । আর এক সময় তার মৃত্যু হয় । এখন জানা দরকার আবরারকে মারার জন্য মারপিট করা হয়েছে নাকি মারপিটের জন্য মারপিট করা হয়েছে ?কারও কারও জবানবন্দিতে এসেছে, কয়েক ঘণ্টা ধরে মারধর করা হয়েছে।বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে পিটিয়ে হত্যা করা হয়।আবরার ফাহাদ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত ১৫ জন রয়েছেন। পুলিশের তদন্তে নাম আসায় বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে

আরও পড়ুন

×