ওপেনার তামিম ইকবালকে নিয়ে দুঃসংবাদ

প্রকাশিত: 17/10/2019

নিজস্ব প্রতিবেদন

ওপেনার তামিম ইকবালকে নিয়ে দুঃসংবাদ

শ্রীলংকা সফর শেষ করে দেশে ফিরে ছুটিতে যায় বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি  ওপেনার তামিম ইকবাল । আগামী নভেম্বর মাসে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল ।

তিন নভেম্বর প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবেন ।  ভারত সিরিজকে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল । কিন্তু গত মঙ্গলবার পাঁজরে চোট খেয়ে আবার এক সপ্তাহের ইঞ্জুরিতে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল । 

গণ মাধ্যমকে এই কথার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী । তিনি জানান চোটে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল । 

দেবাশীষ আরো জানান , তামিম পাঁজরে চোট খেয়ে ব্যথা অনুভব করার কারনে । তার পাঁজরে স্ক্যান করা হয়েছে । তাতে তামিম ইকবালের চোট ধরা পড়েছে । এই ইঞ্জুরি থেকে মুক্তি পেতে তার ১ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান দেবাশীষ চৌধুরী ।  

আরও পড়ুন

×