পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব হারালেন সরফরাজ

প্রকাশিত: 18/10/2019

নিজস্ব প্রতিবেদন

পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব হারালেন সরফরাজ

বিশ্বকাপের পর থেকে অধিনায়কত্ব থেকে বাদ পড়ার কথা উঠেছিলো সরফরাজ এর নামে । তবে শ্রীলস্কা সিরিজে সবাই আস্থা রাখেন পাকিস্তানের উইকেট রক্ষক ও ব্যাটসম্যান সরফরাজ এর উপর ।

তবে সরফরাজ সেখানেও ব্যর্থ হয় । তাই তাকে ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট তিন ফরম্যাট থেকে বাদ দেওয়া হয়েছে সরফরাজ আহমেদকে ।  পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক বলেন সামনে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নাই সরফরাজ ।

জানা গেছে শুধু অধিনায়কত্ব থেকেই নয় সামনের অস্ট্রেলিয়া সিরিজে ও দলে নেই পাকিস্তানের উইকেট রক্ষক ও ব্যাটসম্যান সরফরাজ । তবে পাকিস্তানের প্রত্যক ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক নিয়োগ দিয়েছে পাকিস্তান ।

পাকিস্তানে টেস্টে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওপেনার আজহার আলী । আর টি টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাবর আজম । আর ওয়ানডে  অধিনায়কের নাম ঘোষনা করে নি পাকিস্তান ক্রিকেট বোর্ড । 

আরও পড়ুন

×