দক্ষিন আফ্রিকার সাবেক ক্রিকেটার গোলাম বদি ৫ বছরের জেল । 

প্রকাশিত: 19/10/2019

নিজস্ব প্রতিবেদক

দক্ষিন আফ্রিকার সাবেক ক্রিকেটার গোলাম বদি ৫ বছরের জেল । 

ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির দায়ে দক্ষিন আফ্রিকার সাবেক ক্রিকেটার গোলাম বদিকে ৫ বছরের জেল দিয়েছে দক্ষিন আফ্রিকার একটি আদালত । 

গোলাম বদি ২০১৫ সালে দক্ষিন আফ্রিকার ঘরোয়া একটি টি টোয়েন্টি সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন । ধারাভাষ্যকার থাকা কালে ম্যাচ ফিক্সিং এবং অন্যদের ম্যাচ ফিক্সিং করতে চেষ্টা করেন ।

এই অপরাধে গোলাম বদিকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেন দক্ষিন আফ্রিকার ক্রিকেট বোর্ড সিএসএ । তার পর এই মামলাটি দক্ষিন আফ্রিকার ক্রিকটে বোর্ড সিএসএ পুলিশের হাতে হস্তান্তর করেন । 

২০১৮ সালের জুলাই মাসে দক্ষিন আফ্রিকার সাবেক ক্রিকেটার গোলাম বদি পুলিশের কাছে আত্মসমর্পন করেন । তারপর ২০১৮ সালের নভেম্বর মাসে শুনানি শেষে আদালতে দোষী সাব্যস্ত হন গোলাম বদি ।

কিন্তু কয়েক দফায় মামলাকে পিছিয়ে সবশেষ গত ১৮ অক্টোবর দক্ষিন আফ্রিকার একটি আদালত তাকে ৫ বছরের জেল দেয় । 

আরও পড়ুন

×