ভোলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য  বিজিবি মোতায়েন 

প্রকাশিত: 20/10/2019

নিজস্ব প্রতিবেদন

ভোলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য  বিজিবি মোতায়েন 

ভোলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য  বিজিবি মোতায়েন 


ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৪ প্লাটুন বিজিবি  সদস্য মোতায়েন করা হয়েছে । এছাড়াও হেলিকপ্টারযোগে এক প্লাটুন বিজিবি সদস্য অবতরণ করা হয়েছে সেখানে । সেখানের পুলিশের পাশা পাশি বিজিবি সদস্যরা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন । 

স্থানীয়রা জানায়, ফেসবুকে মহানবী (সা.) ও বিবি ফাতেমাকে নিয়ে 'অবমাননাকর মন্তব্যের' অভিযোগে শনিবার সন্ধ্যায় পুলিশ বিপ্লব চন্দ্র নামে এক যুবককে আটক করে। এ ঘটনায় 'অবমাননাকর বক্তব্যের' প্রতিবাদে রোববার সকাল ১১টার দিকে কয়েক হাজার মুসল্লি বোরহানউদ্দিন উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন।

তারা জানায়, এক পর্যায়ে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে চারজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়। নিহত চারজনের মরাদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে।

আরও পড়ুন

×