প্রকাশিত: 23/10/2019
বরগুনায় কলেজছাত্রী হত্যায় বিএনপির সাবেক নেতা জিয়াউল হককে যাবজ্জীবন কারাদণ্ড।
বরগুনার পাথরঘাটার কলেজছাত্রী সেতু হত্যা মামলার প্রধান আসামি বিএনপির সাবেক নেতা জিয়াউল হককে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে ।অন্য তিন আসামি নাহিদf সুলতানা, রেজবি খান , ও আবদুল্লাহ আল মামুন কাজীকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে ।
আজ বুধবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষনার সময় কোনো আসামি আদালতে উপস্থিত ছিলো না । যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার প্রধান আসামি জিয়াউল হক পাথরঘাটা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক
সেতু পাথরঘাটা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০১২ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিল । মৃত্যুর ২০ দিন পর তার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় । সেতু ৪.৩০ পেয়ে এইচএসসি পরীক্ষায় পাস করেন ।
সেতুর ভাই বলেন , ‘সেতু হত্যা মামলায় আমরা কাঙ্ক্ষিত রায় পাইনি। তাই এ রায়ে আমরা হতবাক। প্রধান আসামি জিয়াউল ও তাঁর স্ত্রী নাহিদ সুলতানাসহ চার আসামির প্রত্যেকে এ হত্যায় সরাসরি জড়িত ছিলেন। রায়ে শুধু প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এতে আমরা ন্যায়বিচার পাইনি।’২০১২ সালের ২৯ জুন জিয়াউল হকের বাড়ির সামনে থেকে কলেজছাত্রী সেতুর লাশ উদ্ধার করা হয়।