ভারত সফরে অনিশ্চিত ওপেনার তামিম ইকবাল ।

প্রকাশিত: 24/10/2019

নিজস্ব প্রতিবেদক

ভারত সফরে অনিশ্চিত ওপেনার তামিম ইকবাল ।

জাতীয় লীগের প্রথম রাউন্ড খেলা শেষ করে দ্বিতীয় রাউন্ড শুরু করার আগে অনাকাঙ্খিত ইনজুরিতে পড়েন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল । তখন জানা গেছে ইনজুরির মাত্রা বেশি গুরুতর নয় ।

কিন্তু আজ বাংলাদেশ জাতীয় দলের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানায় তামিম ইকবালের যেহেতু পাজরে একটা ইনজুরি আছে তাই এটা সারতে একটু সময় লাগবে ।

তিনি আরো জানায় শুক্রবার ক্যাম্পে যোগ দিলে তামিমকে পর্যবেক্ষন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করবো ।  ভারত সফরে তামিম ইকবাল খেলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধার চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান । তামিম ইকবাল শুক্রবার ক্যাম্পে  আসলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে । যদি তার ইনজুরির মাত্রা না কমে তাহলে ভারতের বিপক্ষে সিরিজ না খেলার সম্ভাবনা রয়েছে ।

তিনি আরো জানায় ইনজুরির মাত্রা কমে গেলেও ভারত সফরের শুরুটা খেলতে পারবেন না তামিম ইকবাল ।  চলমান জাতীয় ক্রিকেট লিগেকে গুরুত্ব দিয়ে খেলছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা

এছাড়া বাড়তি গুরুত্ব দিয়ে খেলছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল কিন্তু এবার তারই ভারত সফর হয়ে পড়েছে অনিশ্চিত । বিশ্বকাপ শেষ করে শ্রীলস্কা সফরেও ভালো করতে পারেনি

দেশসেরা ওপেনার তামিম ইকবাল । তাই শ্রীলস্কা সফর শেষ করে ছুটিতে যান তিনি । তবে তার ইচ্ছে ছিলো ভারত সফরের মাধ্যমে আবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখবেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল । 

আরও পড়ুন

×