প্রকাশিত: 20/02/2021
রাজধানীর কেরানীগঞ্জে একটি তিন তলা ভবন ধসে পড়েছে । আজ শুক্রবার (১৯ ফেব্রয়ারী ) সকালে কেরানীগঞ্জের পুর্ব চড়াই স্কুল খেলার মাঠের পাশের এ তিন তলা ভবনটি ধসে পড়েছে । এ পর্যন্ত ঘটনার স্থল থেকে ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে । ফায়ার সাভিসের সদর দপ্তরের কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেছেন । তিনি আরো জানান আমরা ৭ জনকে উদ্ধার করেছি এর মধ্যে এক জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে তবে এখনও কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি ।