রাজধানীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: 02/05/2021

নিজস্ব প্রতিবেদন :

রাজধানীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

দেশজুড়ে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল করছেন পরিবহন শ্রমিকরা।

আজ রোববার সকাল থেকে রাজধানীর সায়েদাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী, মহাখালী বাস টার্মিনালে জড়ো হতে থাকেন পরিবহন শ্রমিকরা। তারা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল অংশ গ্রহণ করেন।

পরিবহন শ্রমিকদের তিন দফা দাবি হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দেওয়া এবং সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।

আরও পড়ুন

×