আশুলিয়ায় ভাড়াটিয়ার কক্ষ থেকে বাড়ির মালিকের ছেলের লাশ উদ্ধার

প্রকাশিত: 29/03/2021

নিজস্ব প্রতিবেদন :

আশুলিয়ায় ভাড়াটিয়ার কক্ষ থেকে বাড়ির মালিকের ছেলের লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় ভাড়াটিয়ার কক্ষ থেকে বাড়ির মালিকের ১১ বছর বয়সী ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। 

গতকাল রোববার সন্ধ্যায় পল্লীবিদ্যুৎ এলাকায় আবুল কালাম মাদবরের নিজ বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, আবুল কালামের শিশু সন্তান রাজাকে অপহরণ করেছিলেন তাদের বাড়ির ভাড়াটিয়া আরিফ হোসেন ও তার স্ত্রী আঁখি আক্তার। পরে মুক্তিপণের টাকার দাবিতে তারা শিশুটিকে হত্যা করেন।

নিহতের বাবা আবুল কালাম মাদবর জানান, ঘটনার দিন সন্ধ্যায় আমার ছেলে তিন তলা থেকে নেমে বাসার সামনে যায়। এরপর ভাড়াটিয়া আরিফ হোসেন তাকে চতুর্থ তলায় তার রুমে নিয়ে যান। এরপর রাজাকে মারধর করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা দিতে দেরি করলে ও পুলিশকে জানালে সকালে ছেলের লাশ পাবি বলে মোবাইলে হুমকি দেন আরফি।  

তিনি আরও জানান, এ ঘটনায় বাড়ির লোকজন আরিফের স্ত্রীকে সন্দেহ হলে তার কক্ষ তালা মেরে দেয়। পরে এক পর্যায়ে রুমের ভেতর থেকে আরিফের স্ত্রী আঁখি স্বীকার করে রাজা তাদের ঘরে।  

পরে স্থানীয়দের সহযোগিতায় রাজাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ওই বাড়ি থেকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিফের স্ত্রী আঁখিকে আটক করে। তবে তার স্বামী আরিফ এখনও পলাতক রয়েছে। তাকে আটকের অন্য অভিযান অব্যহত রয়েছে।

আরও পড়ুন

×