নিউমার্কেটে দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রকাশিত: 07/04/2021

নিজস্ব প্রতিবেদন :

নিউমার্কেটে দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের দেয়া লকডাউন তুলে নিয়ে মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়ে রাজধানীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। 

আজ টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চাঁদনীচক শপিং কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন ব্যবসায়ী ও দোকান মালিকরা।

এসময় বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা দিনের নির্দিষ্ট একটা সময় স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবি জানান। 

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের বিধিনিষেধের কারণে এসব দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কামাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, সরকার ভাবুক ব্যবসাপ্রতিষ্ঠান না টিকলে দেশও টিকবে না। আমরা নির্দিষ্ট একটা সময় মার্কেট খোলা রাখতে চাই। রমজানে দোকান খোলা না থাকলে কী হবে, জানি না। গত বছরের ক্ষতিই পুষিয়ে উঠতে পারিনি। এ ব্যবসায়ী যখন এমন কথা বলছিলেন, তখন তার চোখ দিয়ে অঝোরে পানি ঝরছিল।

আরও পড়ুন

×