রাজধানীতে রেস্তোঁরার অন্তরালে জমজমাট মদের ব্যবসা

প্রকাশিত: 20/03/2021

মোঃ রফিকুল ইসলাম

 রাজধানীতে রেস্তোঁরার অন্তরালে জমজমাট মদের ব্যবসা

রাজধানীর নিউ জুরাইন আইরিশ পাব অ্যান্ড রেস্তোঁরা থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ , বিয়ার , ওয়াকিটকি ,আসবাবপত্র আটক করেছে কাস্টমস , গোয়েন্দা ও তদন্ত । গত বৃহস্পতিবার রাতে এসব পন্য  আটক করা হয়েছে ।  আইরিশ পাব অ্যান্ড রেস্তোঁরায় খাবারের অন্তরালে অবৈধ ভাবে দেশ-বিদেশী মদ বিক্রি করতেন । আজ (১৯মার্চ) শুক্রবার কাস্টমস গোয়েন্দা কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে সহকারী পরিচালক তানভীর আহম্মেদ এ তথ্য গনমাধ্যমকে জানিয়েছেন । তিনি জানান , মাদক  অধিদপ্তের লাইসন্সে ছাড়া দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে  বার চালিয়ে আসছিলেন তাছাড়া সরকারী রাজস্ব ফাঁকি ও ইলেকট্রনিক্্র পন্য রয়েছে বলে গোপন সংবাদ পায় কাস্টমস গোয়ান্দার কর্মকর্তরা । সেই সুবাধে সংস্থার সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে এক দল বৃহস্পতিবার রাতে অবিযান চালান । এ সময় ইলেট্রনিক্্র পন্য পনিদর্শক ও গননা করার পাশাপাশি রেস্তোঁরায় বার পরিদর্শন করা হয় । আতপর ক্রেতাদেরকে পারমিট দেখাতে চাইলে কেউ দেখাতে পারেননি ও উখানে কোন বিদেশীও উপস্থিত ছিলেন না । অভিযানের সময় প্রায় দুই হাজার বোতল দেশ - বিদেশী মদ  প্রায় পাঁচ হাজার বোতল ক্যান বিয়ার  ৬০টি ওয়াকিটকি , বিপূল পরিমান ইলেট্্রনিক্্র সামগ্রী এবং আমদানী করা আসবাবপত্র আটব ও জব্দ করা হয় । আটক করা পন্য গুলি কাস্টমস আইন আনুযায়ী পন্য গুলি জব্দ ও প্রতিষ্ঠানের  বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান সহকরী পরিচালক তানভীর আহম্মদ ।  কাস্টমস গোয়ান্দা সুত্রে জানায় গত তিনবছরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ৪১৬ কেজি স্বর্ন আটক করেছে । যার মুল্য ২২ কোটি টাকা । দুই কোটি টাকা ৬৯ লাখ শলাকা সিগারেট আটক করা হয়েছে । যার মুল্য ১৭ কোটি ৫৭ লাখ টাকা এ ছাড়া ৫হাজার ৬১৩ বোতল মদ আটক করা হয়েছে যার মুল্য ৫ কোটি ৭৮ লাখ টাকা । 

আরও পড়ুন

×