সাহস থাকলে প্রমাণ নিয়ে সামনে আসুন : ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত: 11/12/2019

নিজস্ব প্রতিবেদক

সাহস থাকলে প্রমাণ নিয়ে সামনে আসুন : ইলিয়াস কাঞ্চন

বুধবার ১১ ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন  আবারো  সাবেক মন্ত্রী ও পরিবহন নেতা শাজাহান খানকে  ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেছেন, প্রমাণ থাকলে সাহস থাকলে সামনে আসুন বসুন। প্রয়োজনে লাইভ শো হবে,  পুরো দেশ দেখবে।

ইলিয়াস কাঞ্চন  বলেন তথ্যপ্রমান দিয়ে ২৪ ঘন্টার মধ্যে হাজির হতে বলে ছিলাম। ২৪ ঘন্টা শেষ হয়েছে, না পারলে ক্ষমা চাইতে বলেছি,  এখনো পযর্ন্ত  কোন-টাই করেননি। ইলিয়াস কাঞ্চন বলেন  গত ৮ ডিসেম্বর আমাকে ও আমার পরিবারকে নিয়ে অসত্য, বানোয়াট, মিথ্যে ও উদ্ভট কিছু প্রসঙ্গে টেনে চরিত্র হননের অপচেষ্টা চালিয়েছেন । শাহজাহান খান নিজের দুর্বলতা ঢাকার জন্যই  এইসব কথা বলেছেন। 

গত ৮ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে, সাবেক মন্ত্রি শাহ শাজাহান খান জ্ঞানপাপী বলে আখ্যা দেন।

 

আরও পড়ুন

×