প্রকাশিত: 03/01/2020
গতকাল বৃহস্পতিবার আগাারগাঁওয়ে অর্থমন্ত্রী কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এখন পুঁজিবাজার চালাচ্ছে গুজব । এই গুজবের কারণেই পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে না ।
এসময় অর্থমন্ত্রী আরো বলেন, আমি বাজারের বিভিন্ন এজেন্সিকে রিউমার (গুজব) গুলোকে চিন্হিত করতে বলছি । তারা দ্রুত গুজব সমস্যার সমাধান করবে । গুজব ঠেকানোর জন্য পুঁজিবাজারের বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকর করতে হবে ।
সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজেরে নিয়ে আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যেগুলো ভালো লাভজনক প্রতিষ্ঠান,সেগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসব ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম, ভারপ্রাপ্ত এমডি আবদুল মতিন পাটোয়ারী ও বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন উপস্থিত ছিলেন ।