প্রকাশিত: 29/11/2020
আন্তজাতিক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবালের মতে, ব্যাংকখাতগুলো সুশানের অভাবে, খেলাপি ঋণ, অদক্ষতা, ঋণ কেলেষ্কারি ও নানা অনিয়মে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে বলে জানায়।
গত বুধবার রাতে এক প্রতিবেদনে এ কথা বলা হয়। ঝুঁকির তালিকায় ১০ এর মধ্যে বাংলাদেশ ৯ রয়েছে , যা গত দুই বছরে ৮-এ ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে অনেক ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আর্থিক খাতের খেলাপি ঋণের যে তথ্য প্রকাশ করে, তার বাজেটের পরিমান অনেক বেশি। বড় বড় গ্রাহকের বারবার খেলাপি ঋণের পুনর্গঠনের সুবিধা দেওয়াতে উচ্চ আদালত থেকে বাড়তি সুবিধা পায়।
পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশ ব্যাংক , ২০২০ সালের জুন মাস শেষে দেশের ৫৯ ব্যাংক মোট ১০ লাখ ৫০ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে।তাতে খেলাপি ঋণের পরিমাণ দ্বাডায় ৯৬ হাজার ১১৬ কোটি টাকা। গত মার্চ মাসে এ ঋণের পরিমাণ ছিল ১০ লাখ ২৪ হাজার ৪৯৮ কোটি টাকা। ও খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯২ হাজার ৫১০ কোটি টাকা ।