বাংলাদেশে করোনার জন্য বরাদ্দ এশীয় দেশগুলির তুলনায় কম

প্রকাশিত: 17/12/2020

নিজস্ব প্রতিবেদন:

বাংলাদেশে করোনার জন্য বরাদ্দ এশীয় দেশগুলির তুলনায় কম

করোনার ভাইরাসের প্রভাবের কারণে এ বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরে কর্মহীন শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ৮ কোটি ১০ লাখ মানুষ এই অঞ্চলে চাকরি হারিয়েছে। অন্যদিকে, যারা কর্মরত রয়েছেন তাদের কাজের সময় হ্রাস এবং সামগ্রিক আয়ের কারণে এই অঞ্চলে সেই শ্রমিকরাও প্রায় আড়াই কোটি দারিদ্র্যসীমার নিচে চলে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে,  শ্রমবাজার ও অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ সরকার প্রদত্ত সহায়তা এশিয়া ও প্রশান্ত মহাসাগরের অন্যান্য দেশের তুলনায় অপ্রতুল বলে উল্লেখ করা হয়েছে। এই গণনাটি এই অঞ্চলের দেশগুলির সংশ্লিষ্ট জিডিপি বিবেচনা আকারে করা হয়েছে। এতে দেখা গেছে, এই অঞ্চলের ৩৬টি দেশ ও অঞ্চল বিবেচনা করে বাংলাদেশের করোনার মোকাবেলায় সরকারী সহায়তা নীচে রয়েছে। বাংলাদেশে এই সহায়তা জিডিপির চার শতাংশের নীচে। এই অঞ্চলের দেশগুলি যে সহায়তা প্রদান করেছে, সেগুলোর জিডিপির গড় ছিল প্রায় ১৪ শতাংশ।

এই তালিকায় বাংলাদেশের চেয়ে পেছনে কেবল আফগানিস্তান, মালদ্বীপ, ব্রুনেই দারুসালাম, শ্রীলঙ্কা, সলোমন দ্বীপপুঞ্জ, লাওস এবং মায়ানমার রয়েছে। জিডিপির ক্ষেত্রে অন্য সব দেশই বাংলাদেশের চেয়ে বেশি অবদান রেখেছে। উল্লেখ্য, নেপাল, ফিলিপাইন, পাকিস্তান, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াও বাংলাদেশের চেয়ে বেশি সহায়তা দিয়েছে।
 

আরও পড়ুন

×