বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাময়িক সমস্যা সবাইকে মেনে নেয়ার আহ্বান : ওবায়দুল কাদের

প্রকাশিত: 29/02/2020

নিজস্ব প্রতিবেদন :

বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাময়িক সমস্যা সবাইকে মেনে নেয়ার আহ্বান : ওবায়দুল কাদের

গতকাল শুক্রবার রাজধানীর হাতিরপুলে ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ার দিবসের আলোচনা সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাময়িক সমস্যা সবাইকে মেনে নেয়ার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানের জন্য বিদ্যুতের সামান্য দাম বাড়ানো হয়েছে। এ সমস্যা বেশি দিন থাকবে না।বিদ্যুৎ উৎপাদনের খরচের সঙ্গে সমন্বয় করার জন্য সামান্য দাম বাড়ানো হয়েছে।

বিদ্যুৎ প্রাপ্তি সহজলভ্য করার জন্যই এই সাময়িক দাম বাড়ানো। এতে হয়তো সাময়িক কষ্ট হতে পারে। এই দাম বাড়ানোর পরও সরকারকে বিশাল অংকের টাকা ভর্তুকি দিতে হবে।

বিএনপির আমলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকত না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেই দুর্ভোগ এখন আর নেই।

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বন্ধু রাষ্ট্র ভারতকে বাদ দিয়ে আমরা মুজিববর্ষ উদযাপন করতে পারি না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,ভারতের দিল্লি শহরে অভ্যন্তরীণ সমস্যা চলছে।

ভারতের অভ্যন্তরীণ সমস্যা হলেও প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে পাশের ঘরে আঁচ লাগে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। আমরা আহ্বান জানাই আলাপ-আলোচনা করে এই অভ্যন্তরীণ সমস্যা সমাধান করার।

আরও পড়ুন

×