প্রকাশিত: 30/01/2020
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার সরকারি ছুটি থাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশ দু দেশের মধ্যে সকল ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন জানান,আগামী শনিবার সকাল থেকে পূর্বের ন্যায় দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার শহিদুল ইসলাম জানান,স্বরসতী পূজা উপলক্ষ্যে ভারতে সরকারি ছুটি। তাই বেনাপোল বন্দরে সকাল থেকে আমদানি রফতানি বন্ধ।
বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দু দেশের বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক আছে।