৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: 31/01/2020

নিজস্ব প্রতিবেদন :

৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে : বাণিজ্যমন্ত্রী

আজ শুক্রবার রংপুর নগরের ‍শালবন এলাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী টিপু ‍মুনশি বলেন, আবারও ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, মূল্য যাতে বৃদ্ধি না পায় সে জন্য সারা বছর টিসিবির মাধ্যমে সারা দেশে পেঁয়াজ বিক্রির কার্যাক্রম অব্যাহত থাকবে। গত সপ্তাহে মন্ত্রী জানিয়েছিলেন আমদানি না করে কৃষকদের বেশি প্রণোদনা দিয়ে উৎপাদন বৃদ্ধি করে পেঁয়াজের চাহিদা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাণিজ্যমন্ত্রী আরো জানান, পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য যাতে বৃদ্ধি না পায় সে জন্য কঠোর অবস্থান নিয়েছে সরকার।মুনাফালোভী সিন্ডিকেট চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে জন্য কঠোর নজরদারি নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×