প্রকাশিত: 27/12/2020
গত কয়েকমাস ধরে মার্কিন প্রভাবশালী মার্কিন মিডিয়া ব্লুমবার্গ করোনার ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক ধাক্কা মোকাবেলা করার ক্ষমতাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে ‘করোনার সহনশীল’ দেশগুলির আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। ব্লুমবার্গের ডিসেম্বরে প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২০ নম্বরে উঠে দাঁড়িয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে।
বাংলাদেশের পর দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে পাকিস্তান ২৯ তম স্থানে রয়েছে। তাদের স্কোর ৫৪.৮। আর ভারত ৫০.৬ পয়েন্ট নিয়ে ৩৯ নম্বরে। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ ভাল অবস্থানে রয়েছে। ২০২০ সালে নিউজিল্যান্ডের প্রবৃদ্ধি যেখানে মাইনাস ৬.১ শতাংশের পূর্বাভাস দেয়া হয়েছে, সেখানে বাংলাদেশের জিডিপি ৩.৮ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে ব্লুমবার্গের মতে, জীবনযাত্রার মান নির্নায়ক জিডিপির সূচকে জিডিপি ও যোগাযোগ ব্যবস্থা এগিয়ে থাকলেও পিছিয়ে আছে জনজীবন ও স্বাস্থ্যসেবার মানের দিক থেকে।