স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের ৩৫ কোটি ডলার

প্রকাশিত: 01/04/2020

নিজস্ব প্রতিবেদন :

স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের ৩৫ কোটি ডলার

বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী সমস্যা সামাল দিতে বাংলাদেশকে সাহায্য করার জন্য তিনটি প্রকল্পে ৩৫ কোটি মার্কিন ডলার আর্থিক অনুদান অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

এ অনুদান কক্সবাজার জেলার স্থানীয় জনগোষ্ঠী এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্যসেবা, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা রোধ, সামাজিক সুরক্ষা, মৌলিক সেবা ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশকে সাহায্য করবে বলে দাতা সংস্থাটি ওয়াশিংটন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরাট নেতৃত্ব দেখিয়েছে। এ সংখ্যাটি টেকনাফ ও উখিয়া উপজেলার স্থানীয় জনগোষ্ঠীর প্রায় তিনগুণ।

যার ফলে তা স্বাভাবিকভাবেই বিদ্যমান অবকাঠামো ও সামাজিক সেবা প্রদানে বিপুল ধকল সৃষ্টি করেছে এবং স্বাস্থ্য ও দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

তিনটি অনুদান স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা সম্প্রদায় উভয়ের প্রয়োজন পূরণ করবে। সেই সাথে এগুলো বাংলাদেশের সেবা প্রদানের সক্ষমতা জোরদার এবং প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়া বৃদ্ধি করবে।

আরও পড়ুন

×