চলতি বছরে ১৩ লাখ রোহিঙ্গার জন্য প্রয়োজন সাড়ে ৭ হাজার কোটি

প্রকাশিত: 28/01/2020

নিজস্ব প্রতিবেদন :

চলতি বছরে ১৩ লাখ রোহিঙ্গার জন্য প্রয়োজন সাড়ে ৭ হাজার কোটি

সম্প্রতি অনুষ্ঠিত বলপূর্বক মিয়ানমার বাস্ত্তচ্যুত নাগরিক ( রোহিঙ্গা ) সংক্রান্ত টাস্কফোর্স সভায় চলতি বছরে ১৩ লাখ রোহিঙ্গার জন্য সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রয়োজন এ তথ্য তুলে ধরা হয় ।

এর মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যয় করা হবে ২১৬৭ কোটি টাকা, পাশাপাশি পানি, পয়ঃনিষ্কাশনে ৯৮২ কোটি টাকা এবং খাদ্যবহির্ভূত ব্যয় করা হবে ৯৪৫ কোটি টাকা।

অবশিষ্ট বাকি অর্থ অন্যান্য খাতে ব্যয় করা হবে । তবে এখন পর্যন্ত পুরো অর্থ সংস্থানের নিশ্চয়তা পাওয়া যায়নি।

বলপূর্বক মিয়ানমার বাস্ত্তচ্যুত নাগরিক ( রোহিঙ্গা ) সংক্রান্ত টাস্কফোর্স সভায় রোহঙ্গাদের জন্য অন্য অন্য বছরের তুলনায় সম্প্রতি বিদেশি সহায়তার পরিমাণ কমে যাওয়ার উদ্বেগ প্রকাশ করা হয়েছে ।

বাস্ত্তচ্যুত নাগরিক রোহিঙ্গা টাস্কফোর্সের প্রধান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক জানান, এ বছরে রোহিঙ্গাদের জন্য ৩ টি প্রদ্ধতি হাতে নেয়া হয়েছে ।

এর মধ্যে প্রথমটি হলো :- রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের রক্ষা, দ্বিতীয়টি হচ্ছে সুন্দর জীবনযাপনের ব্যবস্থা, এবং উখিয়া ও টেকনাফ উপজেলার বাসিন্দাদের ঠিকমতো লালনপালন করা ।

উল্লেখ্য, বর্তমান রোহিঙ্গা ক্যাম্পে এনজিও এবং দাতা সংস্থা মিলে ১১৭ টি প্রতিষ্ঠান কাজ করছে ।

আরও পড়ুন

×