গরিব অসহায় এতিম হলেও সে একটি সুন্দর স্বপ্ন দেখতেই পারে

প্রকাশিত: 07/01/2020

নিজস্ব প্রতিবেদক

গরিব অসহায় এতিম হলেও সে একটি সুন্দর স্বপ্ন দেখতেই পারে

এতিম,অসহায় একটি মেয়ে, যার মা মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করে। জন্মের ৬ মাসের মাথায় মেয়েটির বাবা মারা যায় এরং এই এতিম বহু কষ্ট করে বড় হয়। এতিম মেয়েটি ৮ম শ্রেণী পাস করে এখন ৯ম শ্রেণীতে পড়বে কিন্তু তার পড়ালেখা চালিয়ে যাবার মত সামর্থ্য নাই। সে তার মাকে নিয়ে দুদিন আমার অফিসে আসে পরে আমি মেয়ের মাকে নিয়ে তার স্কুলে যায় ও স্কুলের প্রিন্সিপাল এর সাথে কথা বলি, প্রিন্সিপাল স্যার আমাকে দেখে খুবই খুশি হয় এবং কিভাবে হেল্প করতে পারি, আমাকে প্রশ্ন করে। আমি এতিম মেয়েটির কথা বলি এবং তাকে আরো কিভাবে সাহায্য করা যায় তা নিয়ে আলোচনা করি। কিন্তু দুঃখের বিষয় হলো আলোচনার মাঝখানে একজন হঠাৎ বলে উঠে কি লাভ হবে আপনার মেয়ে পড়াশোনা করে। মানুষের মত মানূষ হওয়ার অধিকার সবার আছে, গরিব অসহায় এতিম হলেও সে একটি সুন্দর স্বপ্ন দেখতেই পারে। পরে আমি নিজের টাকা দিয়ে মেয়েটিকে পুনরায় স্কুলে ভর্তি করায় ও তার স্কুলের বেতন মাসে মাসে আমি পরিশোধ করব বলে প্রিন্সিপাল স্যারকে বলি। এখানে প্রিন্সিপাল স্যারও অনেক ছাড় দিয়েছেন মেয়েটির জন্য। এছাড়াও মেয়েটিকে আমার প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার শিক্ষা ফ্রি করে দিয়েছি। আমি গত তিন বছরে আমার দুই কন্যার জন্য একদিনও ওদের স্কুলে যায় নাই কিন্তু একটি অসহায় এতিমের জন্য আজ তার স্কুলে গিয়েছি । আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা চায় না গরিবের ভাগ্যের পরিবর্তন হোক, যার একটি প্রমাণ আজ আমি দেখতে পেলাম। আমি একটা কথা সবসময় বলে থাকি যে, আপনি যেভাবেই পারেন গরিব অসহায় মানুষের উপকার করে যান এক কথায় আপনার দ্বারা গরিব-অসহায় উপকৃত হলেই হলো।

আরও পড়ুন

×