মানুষ মানুষের জন্য

প্রকাশিত: 02/04/2020

নিজস্বপ্রতিবেদক

মানুষ মানুষের জন্য

 "মানুষ মানুষের জন্য" এই সুন্দর উক্তি টি আবারো প্রমাণ করে দেখিয়ে দিলো বাংলাদেশের জনগণ। মহামারি করোনায় যখন সারা বিশ্ব লক ডাউনে তখন এই ছোট্ট দেশের অনেক বেশি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ টিও বেশ কিছু দিন ধরে লক ডাউনে। এদেশের জনসংখ্যার বিরাট একটি অংশ দরিদ্র সীমার নিচে, যারা দিনের খাবার দিনই সংগ্রহ করে জীবীকা নির্বাহ করে। কিন্তু লক ডাউনের ফলে এই দরিদ্র লোক গুলো যখন খাদ্য সংকটে ভুগছিল ঠিক তখনই বাংলাদেশ সরকারের সাহায্য সহায়তা পাশাপাশি দেশের সচ্ছল ও সচেতন মানুষ গুলো গরীব মানুষ গুলোর ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য পাড়ায় মহল্লায় ছাপিয়ে পরে। এদেশের মানুষ আবারও দেখিয়ে দিল দূর সময়ে কিভাবে মানুষের পাশে থাকতে হয়। এদেশ দেখিয়ে দিল যে আমরা শুধু দুর্নীতি, ঘুষ, অনিয়ম-ই করিনা, পাশাপাশি মানবেতার সেবার জন্যও ঝাপিয়ে পড়তে পারি। হে আল্লাহ, হে আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, লালন কর্তা, আপনি এদেশকে বর্তমান মহামারি থেকে রক্ষা করুন, আর না হলে এই ছোট্ট ও দারিদ্র্য দেশ আপনার দেওয়া গজব থেকে সামলে উঠতে পারবে না। দেশের মানুষের মহব্বত এর খাতিরে আপনি বাংলাদেশকে রক্ষা করুন পাশাপাশি পৃথিবীকেও করোনা নামক মহামারি থেকে রক্ষা করুন ( আমিন আমিন আমিন)।

লেখক- মোঃ সাদেকুল ইসলাম সাদিক 
সম্পাদক - ডে-নাইট নিউজ, 
সভাপতি - ডে-নাইট সেচ্ছাসেবী সংগঠন 

আরও পড়ুন

×