পূজার দিন ভোট নয় দাবিতে শাহবাগে বিক্ষোভ 

প্রকাশিত: 14/01/2020

নিজস্ব প্রতিবেদন

পূজার দিন ভোট নয় দাবিতে শাহবাগে বিক্ষোভ 

আজ মঙ্গলবার শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই সিটি কর্পোরেশন নির্বাচনের সময় পরিবর্তন করার জন্য বিক্ষোভ করেন।

আসন্ন ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন এবং সরস্বতী পূজা । সরস্বতী পূজার দিনে নির্বাচন তাই নির্বাচন পেছানোর দাবি জানান শিক্ষাথীরা । 

এর আগে সরস্বতী পূজার জন্য নির্বাচন পেছানোর বিষয় নিয়ে হাইকোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশোক কুমার ঘোষ । 

আজ মঙ্গলবার রিটটি খারিজ করে দেন । আদালত জানান, দুই সিটির নির্বাচনী কার্যক্রম এখন যে অবস্থায় আছে, তারিখ পেছানোর কোনো সুযোগ নেই।  তাই নির্বাচন পেছানোর জন্য যে রিট করা হয়েছে, খারিজ করা হলো।

আরও পড়ুন

×