ঢাকার দুই সিটি নির্বাচনে মাঠে থাকছে ৪২ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশিত: 30/01/2020

নিজস্ব প্রতিবেদন :

ঢাকার দুই সিটি নির্বাচনে মাঠে থাকছে ৪২ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকার দুই সিটি নির্বাচন নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব প্রস্ত্ততি নিয়েছে নির্বাচন কমিশন ও প্রশাসন। গতকাল বুধবার থেকে সিটির সব ভোট কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম।

এদিকে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে আজ থেকে মাঠে থাকবে ৪২ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী মাঠে থাকবেন বিজিবি-র‌্যাব সদস্যরা। আজ বৃহস্পতিবার রাত ১২টায় থেকে শেষ হবে ঢাকা দুই সিটির নির্বাচন প্রচারণা।

নির্বাচন কমিশনের দেওয়া নিয়ম অনুযায়ী ভোট শুরু হওয়ার ৩২ ঘন্টা আগে নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে।

জানা গেছে, ঢাকা দুই সিটির ২৪৬৮ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৯৭ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিহ্নিত করা হয়েছে।

১ ফেব্রুয়ারি দুই সিটি নির্বাচনে ১৩ জন মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট ৭৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

×