সহকারী আইনজীবী (ল-ক্লার্ক) কাউন্সিল আইন পাসের দাবিতে কর্মসূচি পালন!

প্রকাশিত: 18/02/2020

ডে-নাইট নিউজ

সহকারী আইনজীবী (ল-ক্লার্ক) কাউন্সিল আইন পাসের দাবিতে কর্মসূচি পালন!

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগ আইনজীবী সহকারী (ল-ক্লার্ক) কাউন্সিল আইন পাসের দাবিতে অদ্য ১৮/২/২০২০ খ্রিঃ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত কর্ম বিরতী, সুপ্রীম কোর্ট অঙ্গন হতে শাহবাদ প্রাঙ্গনে মিছিলসহ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

মিছিলসহ সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জনার মোহাম্মদ নুর মিয়া এবং পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ খোরশেদ আলম।

সভায় সুপ্রীম কোর্ট আইনজীবী সহকারী সমিতি, ঢাকা আইনজীবী সহকারী সমিতি, ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সহকারী সমিতির, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা শাখার কর্মকর্তাগণ ও সদস্যসহ প্রায় ১৫ (পনের) হাজার সদস্য অংশ গ্রহন করেন।

সভায় বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট আইনজীবী সহকারী সমিতির সভাপতি জনাব এ, বি, এম গোলাম রহমান মান্নান, সাধারন সম্পাদক জনাব মো. মিজানুর রহমান, সাবেক সভাপতি জনাব মোঃ আবদুল হালিম, জনাব মোঃ জসিম উদ্দিন, জনাব মোঃ হারুন আর-রশিদ, জনাব খন্দকার মোঃ শাহ আলম, জনাব সরদার মোঃ আবুল হাশেম (রতন), জনাব মোঃ গোলাম মোস্তফা, জনাব মোঃ আনোয়ার হোসেন, জনাব মোঃ আবদুর
রহমান, সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবির, জনাব মোঃ জসিম উদ্দিন খান, জনাব মোঃ হাকিমুর রহমান রাসেল, শ্রী অরুন কান্তি আইচ, জনাব মোঃ হারুন অর-রশিদ, জনাব মোঃ শরিফুল ইসলাম শাকিল, জনাব সোঃ জাহিদুল ইসলাম, জনাব মোঃ কবির হোসেন ঢাকা আইনজীবি সহকারী সমিতির সভাপতি জনাব এম.এ রাজ্জাক খান, সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান, সাবেক সভাপতি জনাব মোঃ মাহতাব উদ্দিন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আকমল হোসেন, সাবেক সভাপতি জনাব মোঃ ফরহাদ আলী (টাঙ্গাইল) জনাব মোঃ মোতাহার হোসেন (গাজিপুর) জনাব মোঃ আবদুর রহিম সিকদার (রাজবাড়ী) জনাব মোঃ হায়দার আলী (ফরিদপুর) জনাব মোঃ আবদুল লতিফ (ময়মনসিংহ) জনাব মোঃ আবদুছ হারেছ (নেত্রকোণা), ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সহকারী সমিতির সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জনাব মোঃ শহিদুল ইসলাম প্রমুখ, সাবেক সংসদ প্রার্থী নিলফামারী ১ জনাব মোঃ সিরাজুল ইসলাম।

বক্তাগণ তাহাদের বক্তব্যে অদ্যকার কর্ম বিরতি, মিছিলসহ সমাবেশ কর্মসূচি বাস্তবায়ন ও স্বার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তাগণ বলেন যে, স্বাধীনতার অঙ্গিকার মোতাবেক প্রতিটি পেশাজীবীর নিয়ন্ত্রনের জন্য স্বতন্ত্র আইন প্রণীত হলেও আইনজীবী সহকারী সম্প্রদায়ের পেশাগত দায়িত্ব নির্ণয় করে অদ্যবধি কোন আইন পাস হয় নাই।

আইন প্রণয়ন বিষয়ে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ বার কাউন্সিল লিখিত মতামত প্রদান মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় আইন পাসে মতামত প্রদান করায় গত সরকার একটি আইনের খসড়া প্রণয়ন করলেও প্রস্তাবিত আইনটি আলোর মুখ দেখতে পায় নাই।

বক্তাগন বলেন ২০২০ সালকে সরকার মুজিব বর্ষ ঘোষনা করায় সকল পেশাজীবী সংগঠন উহা পালনে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। আইনজীবী সহাকারী সম্প্রাদায় এই অন্যন্য উৎসবের অমর সাথী হতে আগ্রহী ।

তাই বক্তাগণ সরকারের নিকট দ্রুত সময়ে প্রস্তুতকৃত আইন পাশের দাবি জানান। দেশের সকল বিভাগীয় জেলা শাখার প্রায় লক্ষাধিক আইনজীবী সহকারী এক যোগে আন্দোলনে অংশ গ্রহণ করেন।

ইতিমধ্যে আইনজীবী সহকারী ল-ক্লার্ক কাউন্সিল আইন আইনমন্ত্রী মহোদয় মন্ত্রী পরিষদেও সভায় অনুমোদন করে জাতীয় সংসদে উপস্থাপন না হলে আগামী ১১/৩/২০২০ খ্রিঃ রোজ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় (তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে) সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কঠোর আন্দোলনের কর্মসূচি হিসাবে অনশন, আমরণ অনশনসহ আইন অমান্য আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।

আরও পড়ুন

×