শহীদ মিনারে তিন ধাপের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : র‌্যাব ডিজি

প্রকাশিত: 20/02/2020

নিজস্ব প্রতিবেদন :

শহীদ মিনারে তিন ধাপের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : র‌্যাব ডিজি

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাবের মহাপরিচালক ডিজি বেনজীর আহমেদ বলেন, একুশে ফেব্রুয়ারিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাকে পাঁচটি সেক্টরে বিভক্ত করা হয়েছে। এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজনকে ঘিরে তিন ধাপের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে র‌্যাব।

বেনজীর আহমেদ বলেন, পুরো এলাকায় পর্যাপ্ত পরিমাণ ফুট পেট্রোল, বাইক ও কার টিম নজরদারি করবে। এবং সাদা পোশাকে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন।

র‌্যাব ডিজি আরো বলেন,  আজ দুপুর পর্যন্ত প্রথম ধাপ, আজ দুপুর থেকে আগামিকাল শুক্রবার দুপুর পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং পরবর্তী সময়ে তৃতীয় ধাপের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।

আরও পড়ুন

×