শ্যামনগরে ২৬ মার্চে উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 03/03/2020

মোঃ রেজাউল করিম

শ্যামনগরে ২৬ মার্চে উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত

শ্যামনগরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার  (৩ মার্চ ) বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। প্রধান অতিথির বক্তব্যে এস এম জগলুল হায়দার এমপি বলেন, মুজিববর্ষ  উপলক্ষে শ্যামনগর উপজেলায় প্রারম্ভে এবং শেষপ্রান্তে ও প্রতিটি ইউনিয়নে মুজিব তোরণ দ্রুত সময়ের মধ্যে স্থাপনের বিষয়ে নির্দেশ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প.প কর্মকর্তা অজয় কুমার সাহা, অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, মোঃ আবু সালেহ বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আফজালুল হক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন। এছাড়াও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×