একটি ভোট পড়লেও নির্বাচন অংশগ্রহণমূলক : ইসি সচিব

প্রকাশিত: 21/03/2020

নিজস্ব প্রতিবেদন :

একটি ভোট পড়লেও নির্বাচন অংশগ্রহণমূলক : ইসি সচিব

আজ শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন বলেন, একটি ভোট পড়লেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

ইসি সচিব আলমগীর হোসেন বলেন, বিশ্বের অনেক দেশের সংবিধানে রয়েছে একটি নির্দিষ্ট সংখ্যক ভোটার উপস্থিতি না থাকলে নির্বাচন হবে না। আমাদের সংবিধানে তা নেই। একটি ভোটও যদি হয় তাহলে আমরা বলব- এটা অংশগ্রহণমূলক নির্বাচন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে ও তীব্র সমালোচনার মুখে তিনটি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠান করেছে ইসি। এরমধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট নিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

×