প্রকাশিত: 06/04/2020
আজ সোমবার দুপুরে ঢাকার পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে প্রতিদিন সন্ধ্যা ৬ টার মধ্যে রাজধানীর সব দোকান, সুপারশপ, কাঁচাবাজার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তবে সন্ধ্যার পর শুধু ওষুধের দোকান বা ফার্মেসি খোলা রাখা যাবে বলে জানিয়েছেন তিনি।
শফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওষুধের দোকানসহ জরুরি সেবা খাতগুলো চালু থাকবে।
তিনি আরো বলেন, বর্তমান করেনাভাইরাস পরিস্থিতির কারণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সবাইকে সহযোগিতা করতে হবে, না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের একার পক্ষে সম্ভব নয়।
এসময় তিনি এই সংকটময় পরিস্থিতিতে মহানগরের বিত্তবান ব্যবসায়ীরা নিজ নিজ এলাকায় অসহায়-দুস্থদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।