লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় আরো ৪ জন গ্রেফতার

প্রকাশিত: 08/06/2020

নিজস্ব প্রতিবেদন :

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় আরো ৪ জন গ্রেফতার

গত ২৮ মে লিবিয়ায় ২৬ বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় বাংলাদেশ থেকে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার রাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ সোমবার সকালে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করা হবে।

ডিএমপি জানায়, লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় গ্রেফতারকৃতরা স্থানীয় দালাল,  দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক।

ওই হত্যার ঘটনায় দেশে গতাকাল রবিবার পর্যন্ত ২২টি মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট।

জরুরি ভিডিও কনফারেন্সে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, যারা আমাদের দেশের নাগরিকদের প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়েছে, যাদের কারণে এই নির্মম মৃত্যু ঘটেছে তাদের একজনকেও ছাড় দেয়া হবে না। 

আরও পড়ুন

×