প্রকাশিত: 16/06/2020
রাজধানী উত্তরায় আযমপুরে গার্মেন্টস শ্রমিকরা বেতন ও ভাতার দাবিতে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে। শ্রমিকরা তিন ঘন্টা ধরে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন করে এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের দাবী দক্ষিন খান থানাধীন শান্তা গার্মেন্টস এর কর্তৃপক্ষ গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষনা করে। অতপর ছুটি শেষ না হতে ৩ এপ্রিল নোটিশের মাধ্যমে ৩১ এপ্রিল পর্যন্ত লেঅফ ছুটি ঘোষনা করে। এ ভাবে একের পর এক নোটিশ দিয়ে ছুটি ঘোষনা করে এবং নিয়ম অনুযায়ী ৬০% বেতন প্রদান করে আসছে তার মধ্যে কিছু শ্রমিক বেতন পায়নি বলে অভিযোগ রয়েছে। ইতির্পূবে মালিক পক্ষের প্রতিনিধি রাজু নামের এক ব্যাক্তি গার্মেন্টস বন্ধ ঘোষনা করে। এতে শ্রমিকরা বেতন ও ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে সড়ক অবরোধ করে। পরে উত্তরা পুলিশ প্রসাশনের শ্রমিকদেরকে আশ্বাস প্রদান করেন যে এক ঘন্টার মধ্যে মালিক পক্ষ এসে কথা বলবে এ অবস্থায় শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে গামেন্টসে অবস্থান নেয়। বর্তমানে শ্রমিকরা গার্মেন্টসের ভিতরে প্রবেশ করে কর্তৃপক্ষের আশায় প্রহর গুনছে।