দক্ষিণ খানে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ !

প্রকাশিত: 24/06/2020

মোঃ রফিকুল ইসলাম

দক্ষিণ খানে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ !

রাজধানীর দক্ষিণ খান বাজারে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে। টুকুন দিয়ে আনসারদের চাঁদাবাজী, পুলিশ হয়রানী, রেখার বানিজ্য বিভিন্ন ধরনের নির্যাতনের হয়রানীর অভিযোগে তুলে তারা সড়ক অবরোধ করে। তারা অভিযোগ প্রকাশ করে যে, পুলিশ যত্রতত্র ব্যাটারি চালিত গাড়ি আটক করে থানায় নিয়ে যায় , থানায় নিয়ে বিভিন্ন দালালের মাধ্যমে ১০,০০০/১৫,০০০ টাকার বিনিময় ছেড়ে দেয়, আশকোনা হাজী কাম্প আনসারা সদস্যরা টুকুনের মাধ্যমে ১০০০ টাকা আদায় করে প্রতি মাসে। আবার বিমান বন্দর পুলিশ বক্সে রেখারের নামে মোটা অংকের টাকা দিতে হয়। এই ভাবে হয়রানীর অভিযোগ অটো রিক্স বন্ধ রেখে সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন করে। বর্তমানে সড়ক জ্যামজটের সৃষ্টি রয়েছে এবং স্থানীয় ব্যবসায়ী সহ সকলের দূর্ভোগ পোহাতে হয়েছে । শ্রমিকদের দাবী যদি সরকার যদি ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করে দেয় তাহলে আমাদেরকে করোনা মহামারির সময় বিকল্প ব্যবস্থা করার জন্য জোরদাবী করেছেন  সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট।

আরও পড়ুন

×