ঢাকায় বাইসাইকেলে অ্যাপ ভিত্তিক সেবা চালু

প্রকাশিত: 25/06/2020

মোঃ রফিকুল ইসলাম

ঢাকায় বাইসাইকেলে অ্যাপ ভিত্তিক  সেবা চালু

রাজধানীর গুলশানে মহামারি করোনা (কোভিড ১৯) এর স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য যাতায়াতের সুবিধার্থে  পরীক্ষামুলক বাইসাইকেলের অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবা চালু করেছে জো বাইক । প্রথম বারের মত উত্তর সিটি কর্পোরেশনের আইসিটি বিভাগের সার্বিক  সহযোগীতায় রাজধানীর গুলশান বনানী ও বারিধারার এলাকায় যাত্রা শুরু হবে । আজ বুধবার (২৪ জুন) রাজধানীর গুলশানে এ অ্যাপভিত্তিক সেবার কায্যক্রম  উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক  । এটি নিরাপদ ও পরিবেশবান্ধব এবং ভ্রমনের জন্য কার্যকরী  ভুমিকা রাখবে বলে  আশাবাদ ব্যাক্ত করে বলেন যে, আগামীতে সমগ্র রাজধানীর ঢাকায় আওতায় আনার মহাপরি কল্পনা রয়েছে ।

আরও পড়ুন

×