রাজধানীতে রেড জোনের সিদ্ধান্ত দু-চারদিনের মধ্যে

প্রকাশিত: 25/06/2020

নিজস্ব প্রতিবেদন :

রাজধানীতে রেড জোনের সিদ্ধান্ত দু-চারদিনের মধ্যে

রাজধানীতে করোনাভাইরাস (কোভিড-১৯) রেড জোন চিহ্নিত ও ব্যবস্থা নেয়ার বিষয়ে কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আগামী দুই-চার দিনের মধ্যে ঢাকার রেড জোন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে ধাপে ধাপে সেসব এলাকায় ছুটি ঘোষণা ও লকডাউন করা হবে।

সিদ্ধান্ত নেয়ার আগে নানা বিষয়ে ভাবা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, রাজধানী খুব ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে কলকারখানা আছে, গুরুত্বপূর্ণ অফিসগুলো রয়েছে। এসব কারখানা ও অফিসগুলোকে বাঁচাতে হচ্ছে। কোন এলাকাকে কীভাবে রেড  জোন হিসেবে ঘোষণা করা হবে, তা নিয়ে কাজ চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, অনেকগুলো বিষয় সামনে রেখে ঢাকার রেড জোনের এলাকা নির্ধারণ করতে হচ্ছে। সব জায়গায় একসাথে বিধিনিষেধ দেয়া যাবে না।যে জায়গায় বেশি সংক্রমণ, সেই জায়গা আগে অবরুদ্ধ করা হবে।

উল্লেখ্য, এর আগে ঢাকার ৪৫টি এলাকার নাম এসেছিল রেড জোন হিসেবে। কিন্তু মন্ত্রণালয় এখনও এ নিয়ে এখনও কোন তালিকা প্রকাশ করেনি।

আরও পড়ুন

×