ঢাকা মহানগরীতে মোট করোনা রোগী ৭৪ হাজার ৫১৬ জন

প্রকাশিত: 28/06/2020

নিজস্ব প্রতিবেদন :

ঢাকা মহানগরীতে মোট করোনা রোগী ৭৪ হাজার ৫১৬ জন

দেশের তৃণমূলে ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ। জেলা, উপজেলা এমনকি প্রত্যন্ত অঞ্চলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগী। তবে রাজধানী ঢাকাসহ সারা দেশে করোনাভাইরাস মহামারী রূপ নিয়েছে।

৬৬ দিন সাধারণ ছুটিসহ সরকারের নানা পদক্ষেপের পরও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আইইডিসিআরের সর্বশেষ তথ্যমতে, ঢাকা মহানগরীতেই অর্ধেকের বেশি রোগী।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।শনাক্তের ১০০তম দিনে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৩৩ হাজার ৯৭৮।

শুরুর দিকে ঢাকা ও আশপাশে কয়েকটি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছিল। এসব এলাকা থেকে বিভিন্ন সময়ে আক্রান্তরা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। সেভাবেই সারা দেশে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাসটি।

আইইডিসিআরের ২৭ জুন পর্যন্ত সর্বশেষ তথ্যমতে, ঢাকা মহানগরীতে মোট রোগী ৭৪ হাজার ৫১৬ জন। এরপরেই রয়েছে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় যথাক্রমে ৭৬২৫, ৪৯৭৯ ও ৩২৭০। 

আরও পড়ুন

×