প্রকাশিত: 18/08/2020
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীতে ২ যুবককে গ্রেফতার করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) শাখা। গতকাল সোমবার সন্ধ্যার পর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিটিটিসির ডিসি সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতরা হলেন, সাফফাত ইসলাম ওরফে আবদুল্লাহ (১৮) ও ইয়াসির আরাফাত ওরফে শান্ত (২০)। সাফফাতের বাড়ি ঢাকায় আর ইয়াসিরের কুমিল্লায়।
সিটিটিসির ডিসি সাইফুল ইসলাম জানান, আমরা তাদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করেছি। তারা জানিয়েছে, বিশিষ্ট রাজনীতিবিদ ও নাস্তিকদের হত্যা করাই তাদের মূল টার্গেট।
তিনি বলেন, তারা নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। তারা সাত জনের একটি স্লিপার সেল গঠন করেছে যার নাম দিয়েছে ‘এফজেড ফোর্স’।তারা সামাজিক যোগাযোগ মাধমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে আসছিল।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, চাকু ও জঙ্গি তৎপরতা সংক্রান্ত নির্দেশনা মূলক নথি পাওয়া গেছে বলে সিটিটিসির এই কর্মকর্তা জানান।