রাজধানীতে দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: 22/08/2020

নিজস্ব প্রতিবেদন :

রাজধানীতে দুই মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর যাত্রবাড়ী এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলেন, বেলাল হোসেন (২৯)  ও আবদুল আজিজ (৩৩)।

র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি কাইমুজ্জামান খান জানান, গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর কমিউনিটি সেন্টার এলাকা থেকে ১২০ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

এডিশনাল ডিআইজি কাইমুজ্জামান খান আরও জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, দুটি মোবাইল ফোন ও নগদ আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×