প্রকাশিত: 29/08/2020
বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরখানের খ্রিস্টানপাড়ায় রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় কলেজছাত্র সোহাগকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন বাবু, শাহিন, রায়হান ও সাব্বির নামে চারজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরখান থানার ওসি মো. হেলাল উদ্দিন।
উত্তরখান থানার ওসি জানান, বৃহস্পতিবার রাতে খ্রিস্টানপাড়ায় রিকশার চাকা থেকে কাদা ছিটকে গায়ে পড়ায় এক রিকশাচালককে মারধর করে স্থানীয় দুর্বৃত্তরা। সোহাগ তা দেখে এগিয়ে গিয়ে এর প্রতিবাদ করে।
এ সময় ক্ষিপ্ত হয়ে একজন সোহাগের নাভির নিচে ছুরিকাঘাত করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকালে খ্রিস্টানপাড়ায় লাশ দাফন করা হয়।
সোহাগের বড় ভাই উত্তরখান থানা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সাগর বলেন, তার ভাই সোহাগ উত্তরা কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তিনি বলেন, রিকশাওয়ালাকে মারধরের প্রতিবাদ করায় সোহাগকে হত্যা করা হয়েছে।