রাজধানীতে নব্য জেএমবির ৪ সদস্য গ্রেফতার

প্রকাশিত: 12/09/2020

নিজস্ব প্রতিবেদন :

রাজধানীতে নব্য জেএমবির ৪ সদস্য গ্রেফতার

রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় নব্য জেএমবির আরও ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) একটি বিশেষ টিম। 

বৃহস্পতিবার রাত থেকে ধারাবাহিক বিশেষ অভিযানে উত্তরা আজমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, মামুন আল মোজাহিদ ওরফে সুমন, মো. আল আমিন ওরফে আবু জিয়াদ, মো. মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ও সারোয়ার হোসেন রাহাত। এ সময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর আগে ২৪ জুলাই রাত সাড়ে ৯টার দিকে পল্টন মডেল থানার পুরানা পল্টন এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পল্টন মডেল থানায় একটি মামলা হয়েছে।

এরপর গত ১১ আগস্ট সিলেট জেলায় কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ অপারেশন এলিগ্যান্ট বাইট পরিচালনা করে এ ঘটনায় জড়িত নব্য জেএমবির ৫ সদস্যকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতের এই চারজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

×