আগের মেয়রের আমলের দুর্নীতি খতিয়ে দেখা হবে: মেয়র তাপস

প্রকাশিত: 11/11/2020

নিউজ ডেস্ক:

আগের মেয়রের আমলের দুর্নীতি খতিয়ে দেখা হবে: মেয়র তাপস

ফুটওভার ব্রিজসহ আগের মেয়রের (সাঈদ খোকন) আমলের অপ্রয়োজনীয় প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সম্ভব্যতা যাচাই ছাড়া গ্রহণ করা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিগত সময়ের প্রকল্পগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার নির্মাণাধীন ৬টি ফুটওভার ব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, বিগত সময়ে যত্রতত্র যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলো সঠিকভাবে সম্ভাব্যতা যাচাইও করা হয়নি, তার বাস্তবায়নও সঠিকভাবে হয় না। এগুলোতে কোনো দুর্নীতি আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।

অন্যান্য জেলার বাস রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না এমন মন্তব্য করে ডিএসসিসি মেয়র বলেন, যানজট নিরসনে রাস্তা থেকে ধীরগতির যান তুলে দেয়া হবে। এসব যানবাহন আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসছি। বিগত ৩৪ বছর ধরে এসব যানবাহন নিবন্ধনের ব্যাপারে কোনো উদ্যোগ নেয়া হয় না।

আরও পড়ুন

×