সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধের আহ্বান

প্রকাশিত: 18/11/2020

নিজস্ব প্রতিবেদন :

সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধের আহ্বান

রাজধানীতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠন-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার রাজধানীতে টিকাটুলি শেরে বাংলা বালিকা মহিবিদ্যালয়ের ১০তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা শহরকে একটি সুষ্ঠ নিয়মের মধ্যে নিয়ে আসতে চাই। আমরা মনে করি, ঢাকাবাসীর জন্য ঢাকা শহরে রাত ৮টার মধ্যে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করলে আমাদের সমগ্র কার্যক্রম সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে সক্ষম হবো।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়েছি, রাস্তায় যেনো কোনো ময়লা না দেখা যায় সেলক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যচ্ছি। এসময় তিনি ঘরবাড়ি দোকানপাট পরিস্কার করে রাস্তায়, ফুটপাতে, উন্মুক্ত স্থানে ময়লা না ফেলার জন্য অনুরোধ করেন।  

আরও পড়ুন

×